Lok Sabha Elections 2024: বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরীর সমর্থনে ভবানীপুরে রোড শো জে পি নাড্ডার। ABP Ananda Live
ABP Ananda Live: কলকাতা দক্ষিণের বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরীর সমর্থনে ভবানীপুরে রোড শো জে পি নাড্ডার (JP Nadda)। অন্.দিকে, যাদবপুরের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষের সমর্থনে বারুইপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রোড শো।
অন্য়দিকে, কলকাতা উত্তরের তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়ের (Sudip Chatterjee) সমর্থনে একদিকে যখন মমতা বন্দ্যোপাধ্যায় আজ রোড শো করলেন। তখন অন্যদিকে, শ্যামপুকুর ও মুরারিপুকুরে কলকাতা উত্তরের বিজেপি প্রার্থী তাপস রায়ের সমর্থনে রোড শো করলেন মিঠুন চক্রবর্তী।
পাশাপাশি, পদযাত্রার পর সুদীপ-কুণালের সঙ্গে কথা মমতার (Mamata Banerjee)। সুদীপ-কুণালকে ডেকে বার্তা তৃণমূলনেত্রীর। অতীতে বারবার ২ নেতার মধ্যে তিক্ততার প্রেক্ষিতে কি বিশেষ কোনও বার্তা দিলেন তৃণমূলনেত্রী? মমতার সঙ্গে ২ নেতার বৈঠক ঘিরে রাজনৈতিক মহলে তুঙ্গে জল্পনা। জেনে নিন আরও খবর।






















