Mamata Banerjee: গদ্দাররা বলেছিল তৃণমূলের লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেব: মমতা বন্দ্য়োপাধ্য়ায়
ABP Ananda Live: 'নন্দীগ্রামে (Nandigram) প্রতারণা করে, রিগিং করে হারানো হয়েছিল', 'জেলাশাসক পাল্টে, লোডশেডিং করে ভোটের ফলে কারচুপি করা হয়েছিল', 'চিরকাল বিজেপি থাকবে না', 'আজ না হয় কাল, এর বদলা আমি নেবই', 'বোমা ফাটাব বলে ২৬ হাজার ছেলেমেয়ের চাকরি খেয়ে নিল', 'অন্যের ঘর ভাঙলে, নিজের ঘরও ভাঙে', '২৬ হাজার ছেলেমেয়ে মুখ খুলছেন না, মুখ খুললেই ধরা পড়ে যাবে', 'মেদিনীপুরে কে বেশি টাকা তুলেছে, সব ফাঁস হয়ে যাবে', 'মেদিনীপুরে ভোটের জন্য টাকা বিলি হয়, লক্ষ্য রাখবেন', 'সিপিএমের সঙ্গে সমঝোতা করে নন্দীগ্রামে গণহত্যা ঘটিয়েছিলেন', 'আজ নয় তো কাল প্রকাশ্যে আসবেই' 'আমি না থাকলে সেদিন নন্দীগ্রামের মানুষ বাঁচত না', হলদিয়ার সভা থেকে তোপ মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের (Mamata Banerjee)।






















