Suvendu Adhikari: তৃণমূল মানেই ভুয়ো, মিথ্য়েবাদী: শুভেন্দু অধিকারী। ABP Ananda Live
ABP Ananda Live: ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় হোক বা তমলুক লোকসভা কেন্দ্রের দলীয় প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়, সকাল থেকে বিক্ষোভের মুখে একাধিক বিজেপি প্রার্থী। দফায় দফায় বিক্ষোভের মুখে পড়েন তাঁরা। এই আবহে শুভেন্দু অধিকারীর বক্তব্য, সাফ হয়ে গেছে তৃণমূল কংগ্রেস। নন্দীগ্রামের একাধিক জায়গায় এজেন্টই দিতে পারেনি রাজ্যের শাসক দল। বিরোধী দলনেতা এদিন ভোট দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, 'ওরা সাফ হয়ে গেছে। ঘাটালে হিরণকে আটকেছে। এখান পেটানি খাচ্ছে। আমরা সাফ করে দিয়েছি তৃণমূল কংগ্রেসকে। তৃণমূল কংগ্রেস ২০০-র বেশি জায়গায় এজেন্টই দিতে পারেনি। নন্দীগ্রামের একাধিক গ্রাম পঞ্চায়েত- সোনাচূড়া, হরিপুর, গোকুলনগর, ভেকুটি-সহ বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে ওদের এবার এজেন্টই নেই। আর সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল, যেটা ২০২১-এর ভোটেও আমি পারিনি, ৬৩টি মুসলিম বুথের প্রায় সব জায়গায় মুসলিম ছেলেরাই এজেন্ট হিসাবে বসেছেন। এটা খুব ভাল সংকেত। আমরা নন্দীগ্রাম থেকে অভিজিৎবাবুকে অনেক বেশি ভোটের মার্জিন দিতে পারব। ২ নম্বর ব্লকে ১৮ থেকে ২০ হাজার লিড হবে। ১ নম্বর বুথেও ৫ থেকে ১০ হাজার লিড। আমাদের ৩০ টার্গেট আছে। আশা করছি, কাছাকাছি যেতে পারব।'
![Manipur Chief Minister resigns: মণিপুরে লাগাতার হিংসা, ঘরে-বাইরে চাপের মুখে মুখ্যমন্ত্রীর ইস্তফা](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/10/a415ad8002f708faa13fc71842e1250f1739169246428535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)