Loksabha Election 2024: 'বিরোধীদের কিছু নেই তাই এত অভিযোগ', বলছেন কল্যাণ বন্দ্যোপাধ্য়ায় | ABP Ananda LIVE
পঞ্চম দফার ভোট শুরু হতেই রাজ্যের একাধিক জায়গায় অশান্তির ছবি। গয়েশপুরে বিজেপি নেতাকে রাস্তায় ফেলে মার। স্বরূপনগরে তৃণমূল-বিজেপি সংঘর্ষ। খানাকুলে মাথা ফাটল বিজেপির উপপ্রধানের। আরামবাগে ৩ তৃণমূল কর্মীকে মারধর। ব্যারাকপুরে বিজেপির এজেন্টকে 'বাধা'। তারকেশ্বরে বুথ জ্যামের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।
আজ লোকসভা ভোটের পঞ্চম দফা। পঞ্চম দফায় রাজ্যে ৩ জেলার ৭ লোকসভা কেন্দ্রে ভোট। আজ বনগাঁ, ব্যারাকপুর, হুগলি, শ্রীরামপুরে নির্বাচন। আরামবাগ, উলুবেড়িয়া, হাওড়া লোকসভা কেন্দ্রে ভোট। মোতায়েন করা হয়েছে ৭৯৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, রেকর্ড সংখ্যক QRT। ব্যারাকপুরে ৬৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, ৫১ QRT, বনগাঁয় ৫৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, ৪৪ QRT, হাওড়ায় (কমিশনারেট) ৮১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, ৭৫ QRT, হাওড়া (গ্রামীণ): ১১১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, ১০৫ QRT, হুগলি গ্রামীণে ১৮১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, ১৬৬ QRT, চন্দননগর কমিশনারেটে ৬৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, ৫৫ QRT।