Mamata Banerjee: মণিপুর, উত্তরপ্রদেশে মা-বোনেদের সম্মান নেই, বাংলায় মেয়েদের সম্মান দেওয়া হয়: মমতা
ABP Ananda LIVE: 'মণিপুর(Manipur), উত্তরপ্রদেশে (Uttar Pardesh)মেয়েদের নগ্ন করে ঘোরানো হয়, মা-বোনেদের সম্মান নেই'। 'একমাত্র বাংলায় (west bengal)মেয়েদের সম্মান দেওয়া হয়'। '৩ বছর ধরে মোদি সরকার আবাসের টাকা দেয়নি'। '১০০ দিনের কাজের টাকা দেয়নি, আমরা ৫৯ লক্ষ জব কার্ড হোল্ডারদের টাকা দিয়েছি'। 'ঝড়ে জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে ৫ হাজার বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে'। 'আচরণ বিধি লাগু থাকার কারণে সরাসরি ক্ষতিপূরণ দেওয়া যায় না'। 'নির্বাচন কমিশনের(election commisson) কাছে ৬ দিন আগে আবেদন করেছি, কোনও পদক্ষেপ করেনি'। 'বিজেপির কল সেন্টার থেকে ফোন করে ঘরের জন্য আবেদনের কথা বলা হচ্ছে'। 'ফাঁদে পা দেবেন না, ভোটের পর আমরাই ঘর তৈরির টাকা দেব'। 'পুরুলিয়া থেকে যাকে জিতিয়েছিলেন, তিনি কী করেছেন?' 'গদ্দারের এলাকায় মধ্যরাতে এনআইএ হানা দিচ্ছে'। 'প্রতিবাদ করলে এনআইএ ঢুকিয়ে দিচ্ছে'। 'মা-বোনেরা প্রতিবাদ করলে মামলা করছে'।






















