এক্সপ্লোর
Mamata Banerjee: 'বাংলায় NRC-CAA হবে না', মালদার সভা থেকে হুঙ্কার মমতার। ABP Ananda Live
West Bengal News: 'মালদা (Malda)থেকে লোকসভায় কোনও আসন নেই তৃণমূলের'। 'বিধানসভায় ঢেলে দিয়েছিলেন বলেই, বিজেপিকে রুখতে পেরেছিলাম'। 'কোনও ভুল হয়ে থাকলে, ক্ষমা করে দেবেন'। 'দিল্লিতে বিজেপিকে রুখতে বাংলায় ভোট কাটাকাটি নয়'। 'ভোট কাটাকাটি হলে বিজেপির সুবিধা'। 'বাংলায় তৃণমূল কোনও জোটে নেই'। 'দেশের প্রধানমন্ত্রী চাকরি খান'। 'তৃণমূল যতদিন থাকবে, কোনও ধর্মের সঙ্গে কোনও ধর্মকে বিদ্বেষ করতে দেব না', মালদার সভা থেকে মন্তব্য মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের (Mamata Banerjee)। ABP Ananda Live
আরও দেখুন






















