West Bengal Election 2021: শিরোনাম: দুর্ঘটনাতেই আহত মুখ্যমন্ত্রী, রিপোর্ট কমিশনের
পরিকল্পিত হামলা নয়। নন্দীগ্রামে দুর্ঘটনাতেই আহত মুখ্যমন্ত্রী। নির্বাচন কমিশনের রিপোর্ট দুই পর্যবেক্ষককের। খবর পিটিআই সূত্রে। রিপোর্ট নবান্নে। আজ বৈঠকে কমিশন।
আজ নন্দীগ্রাম দিবসেই হুইল চেয়ারে দেখা যেতে পারে মমতাকে। গাঁধী মূর্তি থেকেই হাজরা। অভিষেকের মিছিলের পরেই সভা। আজই কপ্টারে দুর্গাপুর যাচ্ছেন মমতা। কালই পুরুলিয়ায় জোড়া সভা।
তৃতীয় ও চতুর্থ দফার প্রার্থী নিয়ে দিল্লিতে বৈঠকে মোদি। ভোটের প্রচারে ফের আজ রাজ্যে অমিত শাহ (Amit Shah)। খড়গপুরে রোড শো। কাল ঝাড়গ্রাম, রানিবাঁধে সভা।
শুভেন্দুর (Suvendu Adhikari) নিশানায় অভিষেক (Abhishek Banerjee)। তাই নন্দীগ্রামে প্রার্থী মমতা। লকেটের (Locket Chatterjee) সঙ্গে আলোচনায় বিস্ফোরক শিশির (Sisir Adhiakari)।

ট্রেন্ডিং
সেরা শিরোনাম
