Morning Headlines: মমতা-শুভেন্দু দ্বৈরথে বৃহস্পতিবার রণক্ষেত্র নন্দীগ্রাম, সঙ্গে অন্য খবর
নন্দীগ্রামের বয়ালে তৃণমূলের এজেন্টকে বসতে না দেওয়ার অভিযোগ। মমতা যেতেই উত্তেজনা। তৃণমূল (TMC) নেত্রীকে ঘিরে জয় শ্রীরাম স্লোগান, তৃণমূল-বিজেপি সংঘর্ষ। বয়ালের (Bayal) বুথে প্রায় দু-ঘণ্টা কার্যত আটকে মমতা (Mamata Banerjee)। বুথে বসেই ফোন রাজ্যপালকে (Jagdeep Dhankar)। জানালেন পরিস্থিতি। আইনের শাসন বজায় রাখার আশ্বাস ধনকড়ের। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর (Amit Shah) নির্দেশে বিজেপিকে (BJP) সাহায্য করছে বাহিনী (Central Force), সন্ত্রাস চালাচ্ছে বহিরাগত দুষ্কৃতীরা। ৬৩টি অভিযোগ জানানো সত্ত্বেও নীরব কমিশন, অভিযোগ মমতার। আদালতে যাওয়ার হুঁশিয়ারি। মমতা বয়াল ছাড়ার পর যান শুভেন্দু (Suvendu Adhikari)। একটি বুথে কেন এতক্ষণ তৃণমূল প্রার্থী? প্রশ্ন বিজেপি প্রার্থীর। কমিশনে যাওয়ার হুঁশিয়ারি। নন্দীগ্রামে (Nandigram) শুভেন্দুর গাড়ি লক্ষ্য করে ইট, চণ্ডীপুরে সোহমের এজেন্টের গাড়ি ভাঙচুর। কেশপুরে (Keshpur) তৃণমূল প্রার্থীর এজেন্টকে মার। ফাটল মাথা, ভাঙল গাড়ি। দ্বিতীয় দফা ভোটের দিন রাজ্যে করোনা (Corona) আক্রান্তের সংখ্যা ১০০০ ছাড়াল। গত ২৪ ঘণ্টায় সংক্রমিত ১২৭৪। মৃত্যু হয়েছে ২ জনের।