PM Modi: বাংলা থেকে বেশি সংখ্যায় বিজেপি সাংসদ কেন চাই? বলে দিলেন মোদি। ABP Ananda Live
মানুষ গত ১০ বছরের উন্নয়ন দেখেছে এবং ৬০ বছরের বঞ্চনাও দেখেছে। পরিবারতন্ত্রের রাজনীতি কোটি কোটি মানুষের স্বপ্ন কেড়ে নিয়েছে। আজ গোটা বিশ্বে ভারতের (PM Modi on India) পতাকা উড়ছে, আপনাদের একটা ভোটের জন্য। আমরা গত ১০ বছরে ৪ কোটি গরিব মানুষকে পাকা বাড়ি তৈরি করে দিয়েছি। ১২ কোটি বাড়িতে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দিয়েছি। বিশ্বের ৫ম বৃহত্তম অর্থনীতিতে পরিণত হয়েছে ভারত।'
বাংলার জন্যও বিশেষ ডাক নরেন্দ্র মোদির (Narendra Modi)। তিনি বলেন, 'বিকশিত ভারতের জন্য বিকশিত বাংলাকে প্রয়োজন। সেইজন্য বাংলা থেকে বেশি সংখ্যক বিজেপি সাংসদ (Lok Sabha Election 2024) চাই। বিকশিত বাংলা গঠনের জন্য পূর্ণ শক্তিতে কাজ করার গ্যারান্টি দিচ্ছি।' এর আগে কেন্দ্রে অবিজেপি সরকার থাকার সময় ভারতে উন্নয়নের জন্য় কিছু করা হয়নি বলে অভিযোগ মোদির। সেই সময় স্বাধীনোত্তর ভারতে যুবশক্তির স্বপ্ন ধূলিসাৎ করা হয়েছে বলে অভিযোগ মোদির (Modi in bengal)।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)