PM Modi: বাংলায় প্রচারে এসে দুর্নীতি নিয়ে নয়া স্লোগান মোদির। ABP Ananda Live
এক দশক আগে স্লোগান দিয়েছিলেন--- 'না খাউঙ্গা, না খানে দুঙ্গা'। এবার শেষ দফার লোকসভা ভোটের (Lok Sabha Election 2024) আগে, বাংলায় দাঁড়িয়ে দুর্নীতির বিরুদ্ধে নতুন স্লোগান তুললেন নরেন্দ্র মোদি (PM Modi)। মঙ্গলবার অশোকনগরের সভা থেকে তিনি বলেন--- যে খেয়েছে, তার থেকে বের করব। আর যার খেয়েছে তাকে ফেরত দেব। এটা মোদির গ্যারান্টি। এনিয়ে পাল্টা জবাব দিতে দেরি করেনি তৃণমূল। নরেন্দ্র মোদির (Modi on Corruption) নতুন স্লোগান নিয়ে মুখ খুলেছে সিপিএমও।
মোদির হুঁশিয়ারি, 'দুর্নীতিবাজদের কালো টাকা, নোংরা রোজগারের এক্স-রে করবে মোদি। এমন এক্স-রে করবে, যে এদের পরবর্তী প্রজন্মও দুর্নীতি করার আগে ১০০ বার ভাববে।' এবারের লোকসভা নির্বাচনের প্রচারে আগাগোড়া নিজের দুর্নীতি বিরোধী ভাবমূর্তি জনসাধারণের সামনে তুলে ধরার চেষ্টা করে চলেছেন নরেন্দ্র মোদি! লোকসভা নির্বাচনের লাস্ট ল্য়াপে এসে দুর্নীতি ইস্য়ুতে ফের বিরোধীদের হুঁশিয়ারি দিলেন নরেন্দ্র মোদি। ইডি-র বাজেয়াপ্ত করা টাকা, চাকরিহারাদের কাছে ফেরানো যায় কিনা, সে ব্য়াপারে ভাবনা চিন্তা করছেন বলে আগেই জানিয়েছিলেন প্রধানমন্ত্রী। এবার শেষ দফা ভোটের আগে, বাংলায় প্রচারে এসে, তা নিয়ে নতুন স্লোগানও বেঁধে দিলেন প্রধানমন্ত্রী।