PM Modi: 'তৃণমূলের কাটমানি আর তোলাবাজির সঙ্গেই সম্পর্ক', শেষদফার প্রচারে তোপ মোদির। ABP Ananda Live
কাকদ্বীপে মোদির (PM Modi in Bengal) বক্তব্যে উঠে এল নদী ভাঙন সমস্যা। 'নদীর ভাঙন রোখার জন্য আমাদের সরকার টাকা পাঠায়। ওই টাকা তৃণমূল খেয়ে নিয়েছে। এদের একটাই এজেন্ডা। এদের সর্বত্র কাটমানি চাই', তোপ মোদির (PM Modi)। আমরা গত ১০ বছরে ৪ কোটি গরিব মানুষকে পাকা বাড়ি তৈরি করে দিয়েছি। ১২ কোটি বাড়িতে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দিয়েছি। বিশ্বের ৫ম বৃহত্তম অর্থনীতিতে পরিণত হয়েছে ভারত। বিকশিত ভারতের জন্য বিকশিত বাংলাকে প্রয়োজন। সেইজন্য বাংলা থেকে বেশি সংখ্যক বিজেপি সাংসদ চাই।' তিনি আরও বলেন, 'তৃণমূলের কাছে একটাই হাতিয়ার, এটা হতে দেব না। মোদি (Modi in Bengal) উন্নয়ন করলে, তৃণমূল বলে এটা হতে দেব না। গরিব মানুষের চিকিৎসার ব্যবস্থা করলেও তৃণমূল বলে এটা হতে দেব না। তৃণমূলের কাটমানি আর তোলাবাজির সঙ্গেই সম্পর্ক। আবাস, রেশন থেকে মিড ডে মিলেও তৃণমূল কাটমানি নেয়। বাংলার পরিচয়কে ধ্বংস করছে তৃণমূল। সাধুসন্তদেরও ছাড়ছে না তৃণমূল। রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সঙ্ঘকেও আক্রমণ করছে তৃণমূল।'