এক্সপ্লোর
Lok Sabha Election 2024: 'আমি যাই করি, তাই মিম হয়', প্রচারে বেরিয়ে বললেন রচনা
রচনা কেন হাসছে,রচনা কেন খাচ্ছে, আমি যাই করি, তাই মিম হয়'। বলাগড়ে প্রচারে বেরিয়ে বলেন হুগলির তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। প্রচারের মাঝেই একটি বিয়ে বাড়ির নিমন্ত্রণ পান হুগলির তৃণমূল প্রার্থী। পাত্রীকে গোলাপ ফুল দিয়ে আশীর্বাদ করেন রচনা বন্দ্যোপাধ্যায়। 'বিরিয়ানি রান্না হচ্ছে', খেয়ে যেতে অনুরোধ করা হয় রচনাকে। 'প্রচারে যেতে হবে, তাই বসে বিরিয়ানি খেলে হবে না', বলেন তিনি। এলাকায় প্রচারের সময়, স্থানীয়রা পানীয় জলের অভাবের কথা জানান। রচনা বলেন, 'সবাই আশীর্বাদ করুন, ৫ বছরে দেখুন আমি কী করি।'
আরও দেখুন






















