WB Assembly Election Result 2021: দিলীপ ঘোষের নিজের বুথেই বিজেপির 'ভরাডুবি'!
দিলীপ ঘোষ (Dilip Ghosh) নয়াগ্রামের যে বুথের ভোটার, সেখানেই তৃণমূলের (TMC) কাছে পিছিয়ে রয়েছে বিজেপি (BJP)। যা নিয়ে কটাক্ষ করেছে তৃণমূল। কেন ভোট কমল, তা খোঁজ নিয়ে দেখবেন বলে জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি। দিলীপ ঘোষের বুথেই তৃণমূলের কাছে হার বিজেপির। নয়াগ্রাম বিধানসভার কুলিয়ানা গ্রাম। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের গ্রামের বাড়ি। এখানেই সপরিবারে থাকেন তাঁর মা, দাদা ও ভাই। কুলিয়ানা প্রাথমিক স্কুলের ১১৭ নম্বর বুথের ভোটার দিলীপ ঘোষ। ২৭ মার্চ, নয়াগ্রামের ভোটের দিন এখানে এসে ভোট দেন তিনি। লোকসভা ভোটে জঙ্গলমহলে বিজেপি ভাল ফল করলেও, বিধানসভা ভোটে বদলেছে পরিস্থিতি! তৃণমূলের ঝুলি উপচে ভোট দিয়েছেন জঙ্গলমহলবাসী। নয়াগ্রামে তৃণমূল প্রার্থী দুলাল মুর্মুর কাছে প্রায় ২৩ হাজার ভোটে হেরেছেন বিজেপির বকুল মুর্মু। আর ভোটের ফল বেরনোর পর দেখা যাচ্ছে, বিজেপির রাজ্য সভাপতি যে বুথের ভোটার সেখানেও তৃণমূলের কাছে হেরেছে বিজেপি।
![Manipur Chief Minister resigns: মণিপুরে লাগাতার হিংসা, ঘরে-বাইরে চাপের মুখে মুখ্যমন্ত্রীর ইস্তফা](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/10/a415ad8002f708faa13fc71842e1250f1739169246428535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)