WB Election 2021: বিজেপিতে যোগ দেওয়ার আগে দিদির থেকে আশীর্বাদ চেয়েছি: যশ দাশগুপ্ত
বিজেপিতে যোগদানকারী অভিনেতা যশ দাশগুপ্ত সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, "আমার পার্টি খারাপ আর অন্য পার্টি খারাপ তা বলার জন্য আমি আজ আসিনি। বিজেপি যুব সমাজকে কাজ করার সুযোগ দেয়। কাজ করার যদি সুযোগ না পাই, শুধু পদ নিয়ে বসে গেলাম সেই ভাবে রাজনীতি করতে চাই না। আমার মনে হয়, এই দলে আমি মন খুলে কাজ করতে পারব। শুধু অভিনেতা হিসেবে একটা মুখ হিসেবে থেকে যাব তা নয়। আমি কাজ করতে চাই। আমি মনে করতে পারি দল থেকে সেই সুযোগ পাব। আমি আজ বিজেপিতে যোগদান করলেও দিদিকে (Mamata Banerjee) নিয়ে আমরা শ্রদ্ধা আছে। আমি ওঁনাকে এখনও ভালবাসি। আমি এখনও বলি আমি ওঁনার ভাই। বিজেপি যোগ দিয়েছি বলে ওঁনার সম্বন্ধে ভুল মন্তব্য করব তা নয়। আমি আজও সকালে ওঁনার কাছ থেকে আশীর্বাদ চেয়েছি। আমি ওঁনাকে বলব উনি যেন আমায় আশীর্বাদ করেন। প্রণাম জানাই ওঁনাকে।"






















