WB Elections 2021: 'বাম শাসনের থেকেও এখন খারাপ পরিস্থিতি বাংলার', অভিযোগ অমিত শাহর
আজ রানিবাঁধের সভায় বক্তব্য রাখলেন বিজেপি নেতা তথা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। সেখানে তিনি বলেন, "গত ১০ বছরে বাংলায় শুধু কাটমানির সংস্কৃতি। তৃণমূল শাসনে লাগাতার দুর্নীতি হয়ে চলেছে বাংলায়। আদিবাসী শংসাপত্র নিতেও টাকা দিতে হয়। আমফানের টাকা লুঠ করেছে তৃণমূল। আমফানের সময় চাল চুরি করে বাজারে বিক্রি করেছে তৃণমূল (TMC)। মমতা চোট পেয়েছেন। অথচ সেই ঘটনাকে ষড়যন্ত্র বলছে তৃণমূল কংগ্রেস। কমিশন বলছে দুর্ঘটনা, উনি বলছেন হামলা। বাংলায় একের পর এক বিজেপি কর্মীকে হত্যা করা হচ্ছে। পশ্চিমবঙ্গে কয়লাচুরি, অনুপ্রবেশ চলছেই। বাংলাকে বদলাতে হবে। মানুষ অনেক আশা করে মমতাকে এনেছিলেন। ভেবেছিলেন সন্ত্রাস, দুর্নীতি বন্ধ হবে। বাস্তবে উল্টোটাই হল। বিজেপি ক্ষমতায় এলে দুর্নীতি বন্ধ হবে। তৃণমূল সরকার শুধু তোষণে ব্যস্ত। বিজেপি জিতলে বাংলায় আয়ুষ্মান ভারত চালু হবে। পানীয় জলের প্রকল্প হবে বাঁকুড়ায়।"