Saayoni Ghosh এবার বিজেপিতে? জানালেন ফোনে
টালিগঞ্জের একঝাঁক অভিনেতা-অভিনেত্রী যোগ দিচ্ছেন বিজেপিতে। খবর বিজেপি সূত্রে। গেরুয়া শিবিরে যোগ দিতে পারেন অভিনেতা যশ দাশগুপ্ত, বিজেপি সূত্রে দাবি। অভিনেত্রী সায়নী ঘোষও যোগ দিতে পারেন বলে জল্পনা। গতকাল মুকুল রায়ের জন্মদিনে ভিডিও বার্তায় শুভেচ্ছা জানান টলিউডের একঝাঁক অভিনেতা-অভিনেত্রী। সেই দলে ছিলেন সায়নী ঘোষও। প্রতিক্রিয়া মেলেনি যশ দাশগুপ্তর। এখনই বিজেপিতে যোগ দিচ্ছেন না, জানিয়েছেন সায়নী ঘোষ। গেরুয়া শিবিরে যোগ দিতে পারেন আরেক অভিনেত্রী সৌমিলি বিশ্বাসও। তবে বারবার যোগাযোগ করা হলেও, তিনি ফোন ধরেননি। বিজেপিতে যোগ দিতে পারেন অভিনেতা তথা যুব তৃণমূলের সহ সভাপতি হিরণ চট্টোপাধ্যায় ও অভিনেত্রী পাপিয়া অধিকারী ।






















