WB Election 2021: ভোটের আগে মুর্শিদাবাদে খুন সিপিএম কর্মী, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
ভোটের আগে মুর্শিদাবাদে খুন হলেন সিপিএম কর্মী। গতকাল রাতে কাশেম আলি নামে ওই সিপিএম কর্মীর ওপর বোমা নিয়ে হামলা চালায় দুষ্কৃতীরা। অভিযোগ, হামলাকারীরা তৃণমূল আশ্রিত। আশঙ্কাজনক অবস্থায় সিপিএম কর্মীকে হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করা হয়। সিপিএমের দাবি ভোটে সংযুক্ত মোর্চার হয়ে সামনের সারিতে কাজ করছিলেন তিনি। অভিযোগ, এজন্য তাঁকে কয়েকদিন ধরেই হুমকি দিচ্ছিল তৃণমূল। এরপর গতকাল তাঁর ওপর হামলা হয়। বোমা-হামলার পর প্রতিরোধ গড়ে তোলে সংযুক্ত মোর্চাও। দু’পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ বেধে যায়। ঘটনায় পুলিশ খুনের মামলা রুজু করেছে। গ্রেফতার করা হয়েছে সাতজনকে। ধৃতরা তৃণমূলকর্মী বলে এলাকায় পরিচিত। উত্তেজনা থাকায় আজ সকালে এলাকায় যায় কেন্দ্রীয় বাহিনী। খুনের প্রতিবাদে রাস্তা অবরোধ করে সংযুক্ত মোর্চা। যদিও তৃণমূলের দাবি, তাদের ওপরই আগে হামলা চালায় সিপিএম।






















