PM Modi Rally: ‘রক্তের খেলা, অত্যাচারের খেলা আর চলবে না', তৃণমূলকে হুঁশিয়ারি মোদির
দ্বিতীয় দফার নির্বাচন চলাকালীন রাজ্যে ভোটের প্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। আজ জয়নগরে সভায় ভাষণ দেন মোদি। নন্দীগ্রাম সহ রাজ্যের ৩০ আসনে ভোট চলার মধ্যেই সভা করেন মোদি। মোদি বলেছেন, ‘এবার বাংলায় বিজেপি ২০০ আসন ছাড়িয়ে যাবে। বাংলায় বিজেপির ঢেউ উঠেছে।’ নিমতায় বৃদ্ধার মৃত্যুর ঘটনা নিয়েও মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) নিশানা করে মোদি বলেছেন, ‘শোভাদেবীর মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করছি। অবাক লাগে, এত অত্যাচারের পরেও দিদি কুল কুল বলেন। দিদির তৃণমূল কুল নয়, বাংলার মানুষের কাছে শূল। বাংলার মানুষের কাছে তৃণমূল অত্যাচারের শূল। দিদি আপনাকে হত্যার হিসেব দিতে হবে।’ মোদি তৃণমূলকে হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘রক্তের খেলা আর চলবে না। অত্যাচারের খেলা চলবে না।’






















