West Bengal Election 2021: 'বিজেপি বাংলার মনীষীদের অপমান করেছে', প্রচার মঞ্চ থেকে বিজেপিকে আক্রমণ ফিরহাদ হাকিমের
‘বাংলা নিজের মেয়েকেই চায়’- এই স্লোগানের প্রচারের তোড়জোড় শুরু হয়েছে তৃণমূলে। প্রচার কর্মসূচি শুরু হয়েছে উত্তর ও দক্ষিণ কলকাতায়। দক্ষিণ কলকাতার প্রচার মঞ্চ থেকে বিজেপির উদ্দেশ্যে ফিরহাদ হাকিম বলেন, বিজেপি বাংলার মনীষীদের অপমান করেছে। বাংলার কৃষ্টি ও ইতিহাসকে নষ্ট করে দেওয়ার চেষ্টা করছে তারা। তাই বাংলার মানুষ তাদের বিরুদ্ধে গিয়ে নিজের ঘরের মেয়ে মমতাকেই চায়। বাংলা সব ধর্ম-বর্ণকে সম্মান করে, সবাই মিলে বাংলাকে আরও বেশি উন্নত করতে বাংলার মেয়েকেই চাই।
অন্যদিকে উত্তর কলকাতার প্রচার মঞ্চ থেকে দাবি ওঠে, বাংলার রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থান গুরুত্বপূর্ণ। তিনি দারিদ্র্যের সাথে লড়াই করতে করতে বর্তমান অবস্থানে পৌঁছেছেন। বাংলার সাধারণ মানুষের জন্য তাঁর মন কাঁদে। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ই যে যোগ্য মুখ্যমন্ত্রী সেই কথাই বোঝানোর চেষ্টা করছে ঘাসফুল শিবির।