West Bengal Election 2021: ' ২ তারিখ বলি দেওয়ার হুমকি দিচ্ছে তৃণমূল', অভিযোগ পার্নোর, 'নাটক করছেন', পাল্টা তাপস
বিজেপি (BJP) প্রার্থী পার্নো মিত্রকে হেনস্থার অভিযোগ উঠল তৃণমূলের (TMC) বিরুদ্ধে। পার্নোর রোড শো ঘিরে রণক্ষেত্র হয়ে ওঠে বরানগর। বিজেপি কর্মীদের ওপরেও হামলার অভিযোগ উঠেছে।
পার্নো বলেন, "১৫-২০ দিন ধরে গো ব্যাক বলে যাচ্ছে। রাতের বেলা আমাদের ছেলেদের ধমকানো হচ্ছে। ২ তারিখ বলি দেবে এমন কথাও বলছে এখানকার লোকেরা। আমরা শান্তিপূর্ণ মিছিল করছিলাম। সেই সময় আমাদের কর্মীদের মারধর করছে তৃণমূলের লোকজন। মহিলাদের এগিয়ে দেওয়া হয়ছে মারার জন্য। আমার গাড়িতেও হামলা হয়।" এই নিয়ে বরানগরের তৃণমূল প্রার্থী তাপস রায় (Tapas Roy) বলেন, "পার্নো মিত্র নাটক করছেন। নাটক জগতের মানুষ উনি। বিজেপি জানে যে ওদের পরাজয় নিশ্চিত। তাই এভাবে নাটক করছে। ওরা পায়ে পা দিয়ে অশান্তি পাকানোর চেষ্টা করছে।"






















