WB Election 2021: শ্লীলতাহানির অভিযোগকে কেন্দ্র করে মানিকতলায় ধুন্ধুমার, থানার সামনেই বিজেপি সমর্থকদের মার তৃণমূলের
ভোটের আগে শ্লীলতাহানির অভিযোগকে কেন্দ্র করে মানিকতলায় ধুন্ধুমার। থানার সামনে বিজেপি সমর্থকদের মারধরের অভিযোগ উঠল তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। পাল্টা পুলিশের গাড়ি ভাঙচুর, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বিজেপি সমর্থকদের। অভিযোগ, মুরারিপুকুর বাজারে ফল কিনতে গেলে তৃণমূলের দুই মহিলা কর্মীর শ্লীলতাহানি করেন ফল ব্যবসায়ী ও তাঁর আত্মীয়। অভিযুক্তরা বিজেপি সমর্থক বলে দাবি তৃণমূলের। ফাঁসানোর চেষ্টা করছে তৃণমূল, পাল্টা দাবি বিজেপির। এরপর তৃণমূল থানায় গেলে সেখানে ফের গন্ডগোল শুরু হয়। বিজেপি সমর্থকদের মারধরের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। বিজেপি সমর্থকরা পুলিশের গাড়ি ভাঙচুর করে। ঘটনায় কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ।






















