West Bengal Election 2021: 'খেলা হবে স্লোগানের মধ্যে বাংলাজুড়ে সন্ত্রাস তৈরি করছে TMC', বর্ধমানের বোমা বিস্ফোরণ প্রসঙ্গে রাজীব
ভোটের মুখে বর্ধমানে বোমা ফেটে শিশুমৃত্যু। বিস্ফেরণে জখম আরও এক শিশু। বল ভেবে খেলতে গিয়ে বোমা ফেটে মৃত্যু। বিস্ফোরণে শিশু মৃত্যু নিয়ে দাবি পুলিশের। বিস্ফোরণে রিপোর্ট চাইল নির্বাচন কমিশন। এই নিয়ে বিজেপি নেতা রাজীব বন্দ্যোপাধ্যায় (Rajib Banerjee) বলেন, "আজকের এই ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেসের খেলা হবে স্লোগানের মধ্যে দিয়ে কীভাবে তাদের গুণ্ডাবাহিনীকে প্রস্তুত করেছে। যাতে বাংলাজুড়ে সন্ত্রাস তৈরি করা যায়। রক্তের হোলি খেলা যায়। মানুষের ভোটাধিকারে বাধা দেওয়া যায়। একপেশে নির্বাচন করে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার চেষ্টা করা হচ্ছে। পদক্ষেপ নিক নির্বাচন কমিশন। ভোটের আগে এই ঘটনা আতঙ্ক তৈরি করবে।"






















