West Bengal Election 2021: 'ভোট লুঠ করতে এলে কষিয়ে দুটো থাপ্পড় মারুন', নিদান মমতার, 'দিদির গুণ্ডাদের ভয় পাবেন না', পাল্টা অমিত
প্রতিদিনই নির্বাচনী প্রচারে বেরিয়ে ‘খেলা হবে’ (Khela Hobe) স্লোগান দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি বলেন, ‘ভাঙা পায়ে খেলে বিজেপিকে (BJP) বোল্ড আউট করে দেব। কেউ ভোট লুঠ করতে এলে মা-বোনেরা হাতা-খুন্তি নিয়ে তেড়ে যাবেন আর কষিয়ে দুটো থাপ্পড় দেবেন। আমি অন্যায় করলে আমাকেও দেবেন।’ অন্যদিকে তাঁকে ভয় না পেয়ে বাংলার মানুষকে নির্ভয়ে ভোট দেওয়ার আশ্বাস দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। তিনি বলেন, ‘দিদির খেলা হবে-কে আমরা ভয় পাই না। বাংলার বাচ্চারাও রোজ ফুটবল খেলে। দিদির খেলা হবেকে বাংলার মানুষ ভয় পায় না। নির্বাচনের দিন দিদির গুণ্ডাদের ভয় পাবেন না। নির্ভয়ে বিজেপিকে ভোট দেবেন। কেউ আপনাদের কিছু করতে পারবে না।’ পাশাপাশি বিমান বসুর (Biman Basu) বক্তব্য, ‘খেলা হবে নয়, রাজনীতি হবে। গণতন্ত্রের পুনরুদ্ধারের লড়াই করছে সিপিএম।’