West Bengal Elections 2021: 'দুয়ারে CBI, খেলা হবে জেলে', মুখ্যমন্ত্রীকে আক্রমণ রাজু বন্দ্যোপাধ্যায়ের
আজ দুর্গাপুরে একটি সভা করেন বিজেপি (BJP) নেতা রাজু বন্দ্যোপাধ্যায় (Raju Banerjee)। সেখানে তিনি রাজ্যের শাসকদলকে আক্রমণ করে বলেন, "কাউন্টিং করে নিচ্ছে। আবার কাউন্টিংয়ের দিন ভোট কম পড়ায় তৃণমূলের গুন্ডারা গিয়ে ছাপ্পা মারছে। ২০২১ সালে অনেক তৃণমূলের গুন্ডারা স্বপ্ন দেখছে যে পঞ্চায়েত নির্বাচন, দুর্গাপুরের কাউন্সিলরের নির্বাচন বা যেভাবে লোকসভা নির্বাচন হয়েছে সেভাবে একই কায়দায় তারা হেঁটে হেঁটে বুথের সামনে যাবে। মানুষকে ভয় দেখাবে। ভোট লুঠ করবে। রিগিং করবে। ভোটারদের ভয় দেখাবে। তৃণমূলের (TMC) গুন্ডারা কান খুলে শুনে নিন, আপনারা এবার হেঁটে হেঁটে বুথের সামনে যাবেন, আর খাটে করে বুথের সামনে থেকে ফিরবেন। আমরাও বলছি, খেলা হবে। এই বাংলার মাটিতে খেলা হবে। ভয় পেয়েছে দিদিভাই। দুয়ারে এখন সিবিআই (CBI)। জেলেই তো নিজেরা ওরা খেলবে। কোন জেলে যাবে এখন সিবিআই চিন্তা করছে।"