West Bengal Elections 2021: বাম-কংগ্রেস-আইএসএফ জোটের প্রার্থী তালিকা প্রকাশ
বাম-কংগ্রেস-আইএসএফ জোটের প্রার্থী তালিকা প্রকাশ। নন্দীগ্রামে বাম প্রার্থী মীনাক্ষি মুখোপাধ্যায়। বাসন্তীতে আরএসপি প্রার্থী সুভাষ নস্কর। কুলতলিতে সিপিএম প্রার্থী রামশঙ্কর হালদার। কুলপিতে প্রার্থী ঘোষণা করবে আইএসএফ। রায়দিঘিতে সিপিএম প্রার্থী কান্তি গঙ্গোপাধ্যায়। জয়নগরে প্রার্থী অপূর্ব প্রামাণিক। ক্যানিং পূর্ব-এর ঘোষণা করবে আইএসএফ। বারুইপুর পশ্চিমে সিপিএম প্রার্থী লায়েক আলি। ডায়মন্ড হারবারে সিপিএম প্রার্থী প্রতীক উর রহমান। সাতগাছিয়ায় সিপিএম প্রার্থী গৌতম পাল। বিষ্ণুপুরে প্রার্থী ঝুমা কয়াল। উলুবেড়িয়া দক্ষিণের ফরোয়ার্ড ব্লক প্রার্থী কুতুবউদ্দিন আহমেদ। তারকেশ্বরের সিপিএম প্রার্থী সুরজিত ঘোষ। আরামবাগের সিপিএম প্রার্থী শক্তি মোহন মালিক। গোঘাটের ফরোয়ার্ড ব্লক প্রার্থী শিবপ্রসাদ মালিক। মেখলিগঞ্জ-এর ফরোয়ার্ড ব্লক প্রার্থী গোবিন্দ রায়। মাথাভাঙার সিপিএম প্রার্থী অশোক বর্মণ। কোচবিহার উত্তরের ফব প্রার্থী নগেন রায়। দিনহাটার ফব প্রার্থী আব্দুর রউফ। কুমারগ্রামের আরএসপি প্রার্থী কিশোর মিঞ্চ। ফালাকাটায় সিপিএম প্রার্থী ক্ষীতিশচন্দ্র রায়। সোনারপুর দক্ষিণ-এর সিপিআই প্রার্থী শুভম বন্দ্যোপাধ্যায়। কসবায় সিপিএম প্রার্থী শতরূপ ঘোষ। যাদবপুরের সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তী। সোনারপুর উত্তরের সিপিএম প্রার্থী মোনালিসা সিন্হা। বেহালা পশ্চিমের সিপিএম নিহার ভক্ত। মহেশতলায় প্রভাত চৌধুরী। মেটিয়াবুরুজে সিপিএম প্রার্থী মহম্মদ জামাল। বালিতে সিপিএম প্রার্থী দীপ্সিতা ধর। হাওড়া উত্তরের সিপিএম প্রার্থী পবন সিংহ। শিবপুরের ফব প্রার্থী জগন্নাথ ভট্টাচার্য। হাওড়া দক্ষিণের সিপিএম প্রার্থী সৌমিত্র অধিকারী। ডোমজুড়ের সিপিএম প্রার্থী উত্তম বেরা। উত্তরপাড়ায় সিপিএম প্রার্থী রজত বন্দ্যোপাধ্যায়। সিঙ্গুরে সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্য। চন্দননগরের সিপিএম প্রার্থী গৌতম সরকার।