West Bengal Elections 2021: আমাদের সরকার ৫ আনাও কাটমানি নিতে দেবে না: এগরায় অমিত শাহ
পূর্ব মেদিনীপুরের (Midnapore) এগরায় নির্বাচনী প্রচার সভায় উপস্থিত অমিত শাহ (Amit Shah)। সেখানে তিনি বলেন, ‘মমতা (Mamata banerjee) দিদি ৫০০ টাকা লুঠ করা কিছুই নয়। কিন্তু আমাদের সরকার আসার পর আমরা ৫ আনাও কাটমানি নিতে দেবো না। পঞ্চায়েত নির্বাচনের সময় মানুষকে ভোট দিতে দেওয়া হয়নি। আমাদের দলের প্রতিনিধিদের মারা হয়। অবাধ নির্বাচন হওয়া উচিত। মমতা দিদির গুণ্ডারা এবার দিনে তারা দেখবে। তৃণমূল কংগ্রেসের (TMC) গুণ্ডারা আপনাদের ভোট দেওয়া থেকে আটকাতে পারবে না। আপনারা নির্ভয়ে ভোট দেবেন। মমতা দিদি তাঁর ভাইপোর উন্নতি করছেন, তাকে মুখ্যমন্ত্রী করার চেষ্টা করছেন। আর মোদিজি (Narendra Modi) সোনার বাংলা গড়তে চাইছেন। ৫ বছরের মধ্যে বাংলাকে আমরা সোনার বাংলা করে দেব। আমরা কৃষকদের প্রতি বছর ১০ হাজার টাকা দেব। আগের ১৮ হাজার টাকাও দিয়ে দেওয়া হবে। মৎস্যজীবীদের প্রতি বছর ৬ হাজার টাকা করে দেওয়া হবে। মমতা সরকারকে উৎখাত করে দিন, বিজেপি আপনাদের আয়ুষ্মান ভারতের সুবিধা দেবে।’