Municipal Election: কবে হবে পুরভোট? তুঙ্গে রাজনৈতিক তরজা
করোনা (Corona) পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে আসায় রাজ্যে পাঁচ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন এবং দু'টি কেন্দ্রে স্থগিত থাকা ভোট করাতে চেয়ে বৃহস্পতিবার দিল্লিতে নির্বাচন কমিশনের (Election Commission) দ্বারস্থ হয়েছে তৃণমূল। বিধানসভা উপনির্বাচনের আগে পুরভোটের পক্ষপাতী বিজেপি (BJP)। উপনির্বাচনে (By-Polls) হেরে যাবে বলেই পুরভোট চাইছে গেরুয়া শিবির। কটাক্ষ তৃণমূলের। করোনা (Corona) না থাকলেও ২০১৮ থেকে পুরভোট হয়নি কেন? প্রশ্ন তুলল সিপিএম (CPM)। আগে করোনার কবল থেকে মানুষ বাঁচুক, পরে ভোট। চাইছে কংগ্রেস (Congress)। এই প্রেক্ষাপটে রাজ্য নির্বাচন কমিশন সূত্রে খবর, করোনা পরিস্থিতি আরেকটু স্বাভাবিক হলেই পুরভোট নিয়ে চিন্তাভাবনা করা হবে। পাশাপাশি রাজ্য সরকার কী মতামত দেয়, সেদিকেও তাকিয়ে আছে কমিশন।






















