Rudranil Ghosh: তিলোত্তমার বাবা-মায়ের পরে সবচেয়ে বেশি যদি কারও ক্ষতি হয়ে থাকে সেটা জুনিয়র চিকিৎসকদের: রুদ্রনীল
এবিপি আনন্দের 'যুক্তি তক্কো' অনুষ্ঠানে এসে অভিনেতা ও বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ বললেন, 'জুনিয়র ডাক্তাররা রাজনীতির পক্ষে স্লোগান দেননি, অধিকারের পক্ষে স্লোগান দিয়েছেন। অভয়া বা তিলোত্তমার বাবা মায়ের পরে যদি কারও সবচেয়ে বেশি হারানোর কষ্ট থাকে, সেটা জুনিয়র ডাক্তারদের। তাঁরা তাঁদের সহকর্মীকে হারিয়েছেন। সহ যোদ্ধাকে হারিয়েছেন। রাস্তার ওপরে যে স্লোগানগুলো লেখা ছিল, তার ওপর চুনকাম করে দিলে, আলকাতরা লেপে দিলেও সেই দাগগুলো থেকে যায়। কিন্তু হাঁসখালিতে যে ঘটনা ঘটেছিল সেটা কি কম হৃদয় বিদারক? সেই সময়ে মুখ্যমন্ত্রী সরকারি মঞ্চ থেকে দাঁড়িয়ে এমন কিছু কথা বলেছিলেন যেটা দল মত নির্বিশেষে সবার খারাপ লেগেছিল। তাহলে সেইদিন এত মানুষ রাস্তায় নামেনি কেন? আসলে তাঁরা সবাই অপেক্ষা করছিলেন দেওয়ালে পিঠ ঠেকে যাওয়ার।'






















