এক্সপ্লোর
জোজো-অনীকের গানে আসর জমালেন ইশা, দিতিপ্রিয়া, সন্দীপ্তা
বিজয়া মানেই তো পরিবারের সবার একসঙ্গে আসা, আড্ডা, গল্প, খাওয়া দাওয়া। বাঙালি পরিবারের এই তো রীতি। বিজয়া বৈঠকের সঞ্চালনার দায়িত্ব ছিল দিতিপ্রিয়া রায় ও ইশা সাহার কাঁধে। আড্ডা জমে উঠল বিশ্বনাথ, অনুষ্কা, পৌশালী, অর্কদীপের গানে। উপস্থিত ছিলেন সঙ্গীতশিল্পী জোজো, অনীকরাও। নাচে গানে আসর জমালেন ধারাবাহিকের জনপ্রিয় চরিত্ররা। সব মিলিয়ে জমে উঠল তারকাখচিত বৈঠকী আড্ডা।
আরও দেখুন





















