এক্সপ্লোর
Film Star: ‘পাঠান’-এর টিজার লঞ্চের পর থেকেই ঝড় উঠেছে সিনেদুনিয়ায়
হিজ নেম ইজ খান। আবেগে উদ্বেল হয় হৃদয়, যখন দু’হাত ছড়িয়ে দাঁড়ান। বলে দিতে হয় না, মানুষটির নাম শাহরুখ খান। ‘পাঠান’-এর টিজার লঞ্চের পর থেকেই ঝড় উঠেছে। সেই ঝড়ের হাওয়া বলিউড ছাপিয়ে আছড়ে পড়ছে দাক্ষিণাত্যেও। সেরা লুকের তালিকায় শাহরুখের ‘পাঠান’ লুক কত নম্বরে থাকবে, চলুন দেখে নেওয়া যাক।
আরও দেখুন






















