এক্সপ্লোর
Hoy Ma Noy Bouma: স্বপ্নের ডেস্টিনেশন কেমন হবে অভিনেত্রী ঋতুরাই আচার্যের?
ধারাবাহিক থেকে ছোট্ট বিরতি। সেই বিরতিতেই দেশ-বিদেশ ঘোরা। বিরতির পর জগদ্ধাত্রী ধারাবাহিকে মেহেন্দির ভূমিকায় হাজির ঋতুরাই আচার্য। এই ধারাবাহিকে তাঁর চরিত্রটি ঠিক কেমন? তাঁর স্বপ্নের ডেস্টিনেশনই বা কী? মন খুলে ঋতুরাই আড্ডা দিলেন আমাদের প্রতিনিধি অতসী মুখোপাধ্যায়ের সঙ্গে।
আরও দেখুন

















