এক্সপ্লোর
Alia Bhatt Pics: ছোট্ট টিপ, হালকা লিপস্টিক আর ঝুমকো, সাদা শাড়িতেই বসন্তকে স্বাগত আলিয়ার

সাদা শাড়িতে আলিয়া। ছবি: অভিনেত্রীর ইনস্টাগ্রাম প্রোফাইল থকে সংগৃহীত।
1/10

শীতের শেষে এবং গ্রীষ্মের আগে ক্ষণিকেরই উপস্থিতি। তাতেই বসন্তের বাহার ধরা পড়ে মননে-সৃজনে। রঙের বিচিত্রতা থাকে সাজগোজে।
2/10

কিন্তু রংচঙে নয়, এ বার বসন্তের সাজে সাদা পোশাক, বিশেষ করে সাদা শাড়ির চাহিদা তুঙ্গে। নেপথ্যে অবশ্যই আলিয়া ভট্ট। ফ্লোরাল হোক বা মোনোক্রোম, সাদা শাড়িকে নতুন প্রজন্মের কাছে জনপ্রিয় করে তুলেছেন তিনি।
3/10

ফ্লোরাল এবং মোনোক্রোম, শাড়ির ক্ষেত্রে দুই ধরনের স্টাইলই বেছে নিয়েছেন আলিয়া। তবে সাজগোজ রেখেছেন হালকা। স্লিভলেস এবং গ্লাস স্লিভ, শাড়ির সঙ্গে বেছে নিয়েছেন দু’ধরনের ব্লাউজই।
4/10

শুধু পশ্চিমি পোশাকেই নয়, শাড়িতেও সাদা-কালোর মোনোক্রোম স্টাইল তুলে ধরেছেন আলিয়া।
5/10

সাজগোজ মোটের উপর হালকাই। কপালে ছোট টিপ। গলা খালি রেখে কানে ভারী ঝুমকো।
6/10

বসন্তে ফ্লোরাল অবশ্যই ইন। সেই মতো সাদা ফ্লোরাল শাড়িতেও ধরা দিয়েছেন আলিয়া। তবে শাড়ির শুধু পাড়েই ফুলের নকশা। বাকি অংশ সম্পূর্ণ সাদা।
7/10

তাই নজর কেড়েছে তাঁর ফ্লোরাল ব্লাউজ। কানে ঝুমকো, মাথায় ফুল। ছোট্ট টিপ কপালে।
8/10

চুল হালকা আলুথালু। কিন্তু সোনালি পাড়ের সাদা শাড়িতে অনবদ্য আলিয়া।
9/10

রাতে জমকালো শাড়ি পরে বেরোতে হবে, এমন কোথাও লেখা আছে নাকি! তাই সাদা শাড়িতেই ফের বাজিমাত আলিয়ার।
10/10

শাড়ি সাদা হলেও, গাঢ় লাল লিপস্টিক এবং চুলে লাগানো লাল গোলাপেই নজর কেড়েছেন আলিয়া।
Published at : 15 Feb 2022 08:57 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement
ট্রেন্ডিং
