এক্সপ্লোর
Alia Bhatt Pics: ছোট্ট টিপ, হালকা লিপস্টিক আর ঝুমকো, সাদা শাড়িতেই বসন্তকে স্বাগত আলিয়ার
সাদা শাড়িতে আলিয়া। ছবি: অভিনেত্রীর ইনস্টাগ্রাম প্রোফাইল থকে সংগৃহীত।
1/10

শীতের শেষে এবং গ্রীষ্মের আগে ক্ষণিকেরই উপস্থিতি। তাতেই বসন্তের বাহার ধরা পড়ে মননে-সৃজনে। রঙের বিচিত্রতা থাকে সাজগোজে।
2/10

কিন্তু রংচঙে নয়, এ বার বসন্তের সাজে সাদা পোশাক, বিশেষ করে সাদা শাড়ির চাহিদা তুঙ্গে। নেপথ্যে অবশ্যই আলিয়া ভট্ট। ফ্লোরাল হোক বা মোনোক্রোম, সাদা শাড়িকে নতুন প্রজন্মের কাছে জনপ্রিয় করে তুলেছেন তিনি।
Published at : 15 Feb 2022 08:57 AM (IST)
আরও দেখুন






















