এক্সপ্লোর
Nayanthara Vignesh Became Parents: বাড়ল দু’জনের সংসার, ঘরে এল যমজ সন্তান, মা হলেন নয়নতারা
Nayanthara Twin Babies: দু’জনের সংসারে নতুন সদস্য। মা হলেন নয়নতারা। জানালেন স্বামী ভিগ্নেশ শিবন।

ছবি: ইনস্টাগ্রাম থেকে সংগৃহীত।
1/10

দুই জনের সংসারে নতুন সদস্যের আগমন। স্বামী-স্ত্রী থেকে এ বার বাবা-মা হলেন ভিগ্নেশ শিবন এবং নয়নতারা। যমজসন্তান এল তাঁদের ঘরে।
2/10

এ বছর ৯ জুন সাতপাকে বাঁধা পড়েন দক্ষিণের সুপারস্টার নয়নতারা এবং ভিগ্নেশ। রবিবার যমজ সন্তানের আগমনের খবর জানিয়েছেন তাঁরা।
3/10

এ দিন ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন ভিগ্নেশ। তাতে লেখেন, ‘আমাদের প্রার্থনা, পূর্বপুরুষের আশীর্বাদ এবং পুণ্যের সুফল পেলাম যমজ সন্তানের মাধ্যমে। আপনাদের আশীর্বাদ চাই’।
4/10

ভিগ্নেশ আরও লেখেন, ‘নয়ন আর আমি মা-বাবা হলাম। যমজ সন্তানকে পেয়ে আশীর্বাদধন্য হলাম।’
5/10

চিরঞ্জীবীর সঙ্গে ‘গডফাদার’ ছবিতে সম্প্রতি কাজ সেরেছেন নয়নতারা। শীঘ্রই বলিউডেও পা রাখতে চলেছেন তিনি। শাহরুখ খানের সঙ্গে ‘পাঠান’ ছবিতে দেখা যাবে তাঁকে।
6/10

দক্ষিণে সাফল্যের নয়া মাইলফলক তৈরি করেছেন নয়নতারা। সেখানে বিনোদনের দুনিয়ায় পুরুষতন্ত্র নিয়ে সরব হয়েছছেন বহু নায়িকাই। তার মধ্যেই সুপারস্টার হিসবে উঠে এসেছেন নয়নতারা।
7/10

তবে ব্যক্তিগত জীবনে কম ঝড়-ঝাপটা পোহাতে হয়নি তাঁকে। প্রভুদেবার সঙ্গে সাড়ে তিন বছর সম্পর্ক ছিল তাঁর। প্রভু তখন বিবাহিত। সেই নিয়ে কম বিতর্ক হয়নি।
8/10

এর পর ২০১৫ সালে পরিচালক ভিগ্নেশের সঙ্গে পরিচয়। তাতেই জীবনকে অন্য ভাবে দেখতে শুরু করেন। শেষমেশ এ বছর বিয়ে সারেন। এ বার তাঁদের সংসারে দুই নতুন অতিথি এল।
9/10

শুধু একসঙ্গে সংসার পাতাই নয়, ছবিতেও একজোটে কাজ করছেন নয়নতারা এবং ভিগ্নেশ। নিজেদের প্রযোজনা সংস্থা রাউডি ভেঞ্চার্সের সূচনা করেছেন। তাঁদের ছবি ‘কুড়ঙ্গল’ অস্কারের মঞ্চেও পৌঁছয়।
10/10

অভিনয়ের পাশাপাশি নয়নতারার সৌন্দর্যেও মুগ্ধ অনুরাগীরা। ত্বক বিশেষজ্ঞ রণিতা রঞ্জনের সঙ্গে একটি লিপ বাম সংস্থাও খুলেছেন নয়নতারা।
Published at : 09 Oct 2022 10:35 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
জেলার
আইপিএল
মালদা
Advertisement
ট্রেন্ডিং
