এক্সপ্লোর
Nusrat Jahan Exclusive: ছেলেকে দেখতেন ভিডিও কলে, যশের সঙ্গে কাশ্মীর গেলেও নুসরতের মন পড়েছিল কলকাতায়
সদ্য কাশ্মীর থেকে ফিরেই শ্যুটিং শেষ করে ফিরেই আবার কলকাতায় শ্যুটিং শুরু। প্রথমবার ছোট্ট ঈশানকে ছেড়ে গিয়ে মনখারাপ ঘিরে ধরে ধরেছিল নুসরত জাহানকে। কিন্তু একরত্তির সুরক্ষার কথা ভেবেই ভূস্বর্গে তাকে নিয়ে যেতে পারেননি নায়িকা। কিন্তু সারাদিন চলত ফোন, ভিডিও কল। ঈশান কেমন আছে, ঘুমোচ্ছে কিনা, খেয়েছে কিনা... মা হিসেবে নাকি বড্ড বেশিই চিন্তা করেন তিনি। কতটা বদলেছে নায়িকার জীবন? এবিপি লাইভে খোলামেলা আড্ডায় নুসরত জাহান।
আরও দেখুন






















