এক্সপ্লোর
Durga Puja 2023: লাস্ট ল্যাপে পুজো, সুরুচিতে অভিনব কায়াদায় ঢাক বাজালেন ঢাকিরা
লাস্ট ল্যাপে পুজো, রাত পোহালেই দশমী। মহিষাসুরকে বধ দুর্গার, বৃষ্টি'অসুর'কে হেলায় হারাল জনজোয়ার। বৃষ্টি 'অসুর'কে হেলায় উড়িয়েই নবমীতে প্যান্ডেল হপিং। ঢাকের বাদ্যি, ধুনোর গন্ধ, গল্প-আড্ডার জমাটি আসর। গঙ্গাপাড়ে শারদ আনন্দ, মেতেছে সাগরপাড়ের মুম্বইও। দেশ পেরিয়ে প্রবাসেও উমা-বন্দনা। উৎসবে একাকার এপার-ওপার দুই বাংলাই। সুরুচিতে অভিনব ঢাকের বাদ্যি।
আরও দেখুন






















