Subhashree Ganguly: আমি প্রফেশনাল, দেবের সঙ্গে ফের অভিনয়ের সুযোগ এলে অবশ্যই করব: শুভশ্রী
ABP LIVE Exclusive: একটা সময়ে তাঁর সঙ্গে দেবের (Dev) জুটি ছিল টলিউডের পরিচালক - প্রযোজকদের প্রথম পছন্দ। একের পর এক হিট ছবিতে অভিনয় করেছেন তাঁরা। কমার্শিয়াল ছবির সেই নায়ক নায়িকা জুটিকে পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় বেছেছিলেন একেবারে অন্য ধারার একটি সিনেমার জন্য। ধূমকেতু (Dhumketu)। তারপরে পেরিয়ে গিয়েছে ১০টা বছর। একটা তৈরি ছবি, বিভিন্ন কারণে মুক্তি র অপেক্ষায় রয়ে গিয়েছে ১০ বছর ধরে। অবশেষে সেই অপেক্ষার অবসান। মুক্তি পাচ্ছে 'ধূমকেতু'। নতুন সিনেমা নিয়ে কতটা প্রত্যাশা রয়েছে নায়িকার? ১০ বছরে কতটা বদলে গিয়েছে নায়িকার জীবন? আবেগ, অনুভূতি? ফের যদি দেবের সঙ্গে জুটি বাঁধার সুযোগ আছে, কাজ করবেন তিনি? এবিপি লাইভ বাংলা (ABP Live Bangla) -র সঙ্গে 'ধূমকেতু' -র টাইম মেশিনে উঠে পড়লেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhasree Ganguly)





















