Loksabha Session: 'সংসদীয় গণতন্ত্রে আজকের দিনটি গৌরবময়', অধিবেশনে অংশ নেওয়ার পূর্বে বক্তব্য মোদির | ABP Ananda LIVE
আজ থেকে শুরু হল অষ্টাদশ লোকসভার অধিবেশন। শপথগ্রহণ করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সহ অন্যান্য সাংসদরা। শপথগ্রহণ এনডিএ-র ২৯২ জন, ইন্ডিয়া জোটের ২৩৩ জন ও অন্যান্য ১৮ জন সাংসদের। শপথবাক্য পাঠ করাচ্ছেন প্রোটেম স্পিকার। বিতর্কের মধ্যেই রাষ্ট্রপতি ভবনে প্রোটেম স্পিকার পদে শপথ নিলেন ভর্তৃহরি মহতাব।
'সংসদীয় গণতন্ত্রে আজকের দিনটি গৌরবময়। সকল নবনির্বাচিত সাংসদকে অভিনন্দন ও শুভকামনা। শ্রেষ্ঠ ভারত নির্মাণের স্বপ্ন নিয়ে আজ অষ্টাদশ লোকসভা শুরু হচ্ছে। বিশ্বের সবথেকে বড় নির্বাচন সুন্দর ভাবে সম্পন্ন হয়েছে। স্বাধীনতার পর দ্বিতীয়বার কোনও সরকারকে টানা ৩ বার দেশবাসী সেবার সুযোগ দিয়েছে। দেশের মানুষ তৃতীয় বার সুযোগ দেওয়ার অর্থ হল সেই সরকারের নীতি, প্রচেষ্টায় সিলমোহর দেওয়া,' অধিবেশনে অংশ নেওয়ার পূর্বে বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।



















