ABP Rising Summit 2023: বলিউডের কাজের ভাবধারা থেকে ছোটবেলার কথা, অকপট সঙ্গীতশিল্পী রিকি কেজ
একাধিকবার আন্তর্জাতিক সম্মানে ভূষিত হয়েছেন তিনি। এবিপি রাইসিং সামিট ২০২৩ (ABP Rising Summit 2023)-এ এসে, নিজের কাজ থেকে শুরু করে বলিউডের কাজের ভাবধারা, ছোটবেলার কথা.. সমস্ত বিষয়ে অকপট সঙ্গীতশিল্পী রিকি কেজ (Ricky Kej)
তাঁকে আলাপ করিয়ে দেওয়ার সময়েই সঞ্চালক বলেন, 'যখনই মানুষ রিকি কেজের নাম নেন, সঙ্গে সঙ্গেই বলেন ৩ বারের গ্রামি পুরস্কার বিজেতা। কেমন লাগে এটা শুনতে?' উত্তর দিতে গিয়ে, ছোটবেলার কথায় ফিরে যান রিকি কেজ। বলেন, 'ব্যাঙ্গালোরে বড় হওয়া, মৌলিকভাবে সঙ্গীত তৈরি করা.. এই সবের পরে আমার কাছে যে কোনও পুরস্কার পাওয়া সত্যিই স্বপ্নের মতো ছিল। গ্রামি পুরস্কারকে কেবল টেলিভিশনেই দেখব ভেবেছিলাম। আমি যখন প্রথম গ্রামি অ্যাওয়ার্ড জিতি, তখন আমার বয়স ৩৩ বছর। তারপরে আরও দুটো গ্রামি পাওয়া, এত বড় মঞ্চে ভারতের প্রতিনিধিত্ব করা, সবচেয়ে বড় ভারতের সঙ্গীতকে আন্তর্জাতিক স্তরে তুলে ধরা আমার কাছে একটা বিশাল বড় পাওয়া'।
![Asansol News: দিল্লির ঘটনার পরেও নড়েনি টনক, আসানসোলে পদপিষ্ট হওয়ার পরিস্থিতি](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/16/1bf554f6839310e1932d977cce8c35bb1739717829727967_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)