Nabanna Abhijan: নবান্ন অভিযানের ডাক দেওয়া আন্দোলনকারীদের ভয় দেখানোর অভিযোগ
ABP Ananda LIVE: নবান্ন অভিযানের ডাক দেওয়া আন্দোলনকারীদের ভয় দেখানোর অভিযোগ। কাল নবান্ন অভিযানে বঞ্চিত চাকরি প্রার্থী, চাকরিজীবী, চাকরিহারা ঐক্য মঞ্চ ও সংগ্রামী যৌথ মঞ্চ। আন্দোলনকারীদের ভয় দেখানোর অভিযোগ পুলিশের বিরুদ্ধে। আদালতের নির্দেশের কথা বলে ভয় দেখাচ্ছে পুলিশ, অভিযোগ আন্দোলনকারীদের। ভয় দেখালেও নবান্ন অভিযান হবেই, হুঁশিয়ারি আন্দোলনকারীদের। এমন কোনও অভিযোগের বিষয়ে জানা নেই, পুলিশ সূত্রে দাবি। এই বিষয়ে কোনও কেন্দ্রীয় নির্দেশিকা দেওয়া হয়নি, পুলিশ সূত্রে দাবি। নবান্ন অভিযান আটকাতে হাইকোর্টে গেছিল মঙ্গলাহাট ব্যবসায়ী সমিতি। পুলিশের অনুমতি না থাকায় কোনও জমায়েত করা যাবে না, নির্দেশ হাইকোর্টের। একাধিকবার আবেদন জানালেও মিছিলের অনুমতি দেয়নি পুলিশ।
কাঁকুড়গাছিতে প্রতিবাদ মিছিলে সামিল হলেন প্রয়াত মন্ত্রী সাধন পত্নী সুপ্তি পাণ্ডে
ভিন রাজ্যে বাঙালিদের হেনস্থার অভিযোগ উঠে আসছে। এবার মমতা বন্দ্যোপাধ্য়ায়ের ডাকে 'ভাষা আন্দোলনে' নামল তৃণমূল কংগ্রেস। দিকে দিকে মিছিল শাসকদলের কর্মীদের। কাঁকুড়গাছিতে প্রতিবাদ মিছিলে সামিল হলেন প্রয়াত মন্ত্রী সাধন পত্নী সুপ্তি পাণ্ডে। তিনি জানিয়েছেন, 'এইরকমভাবে আমাদের এতদিনের সংষ্কৃতি, আমাদের শিক্ষা, আমাদের আবেগ, সবকিছুকে দমিয়ে দেওয়া চেষ্টা, এবং আমাদের একটা কোণা করে, বিভিন্নদিকে সাঁড়াশি আক্রমণ....স্বাভাবিকভাবেই আমরা মিছিল করব।' পাশাপাশি অপর এক তৃণমূল কর্মী বলেন, একটাই কথা বলার আমাদের, যে বাংলা ভাষা বললে, সে ভারতের বাইরে নয়, সেও ভারতীয়। ..এবার যেটা ইস্যু করা হচ্ছে, রোহিঙ্গা। যদি রোহিঙ্গা হয়, তাহলে সেটা প্রমাণ করুন। বাংলা ভাষা বললে, সে তো রোহিঙ্গা হতে পারে না। বিজেপি কিছু মানুষের মধ্যে, এমন একটা প্রচার করছে, যে গরীব মানুষ মানে, আর বাংলা ভাষায় কথা বলা মানে, তারা হচ্ছে বাংলাদেশি। একটা অন্যায়, বাংলা ভাষা ও বাঙালির বিরুদ্ধে নেমে আসছে। এই অন্যায়ের বিরুদ্ধে রাস্তায় নেমেছি আজ আমরা।'


















