Afghanistan Earthquake: পূর্ব আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্প, ৫০০-র বেশি মানুষের মৃত্যু | ABP Ananda
ABP Ananda LIVE: পাকিস্তান সীমান্তের কাছে পূর্ব আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্প । ভূমিকম্পে ৫০০-র বেশি মানুষের মৃত্যু, আহতের সংখ্যা হাজারের বেশি । ভূমিকম্পের মাত্রা ছিল ৬.৩, এতে বহু বাড়িঘর ভেঙে পড়েছে । স্থানীয় সময় রাত ১১টা ৪৭ মিনিটে কেঁপে ওঠে মাটি । জালালাবাদের উত্তর-পূর্বে ২৭ কিলোমিটার দূরে ছিল কম্পনের উৎসস্থল । ২০ মিনিটের মধ্যে ৩ বার আফটারশক হয় । পাকিস্তানের ইসলামাবাদ, পেশোয়ার, রাওয়ালপিণ্ডি, অ্যাবোটাবাদেও কম্পন অনুভূত । এই ভূমিকম্পের তীব্রতায় কাশ্মীরের পুঞ্চ, দিল্লিও কেঁপে ওঠে আতঙ্কে মাঝরাতে অনেকেই রাস্তায় বেরিয়ে আসেন
করুণাময়ী মেট্রো স্টেশনে চাকরিহারা সুমন বিশ্বাসকে 'আটকানোর চেষ্টা'
করুণাময়ী মেট্রো স্টেশনে চাকরিহারা সুমন বিশ্বাসকে 'আটকানোর চেষ্টা'। চাকরিহারা শিক্ষককে শেষ পর্যন্ত ধরতে পারেনি পুলিশ। এর আগে আজ সকালে চাকরিহারা শিক্ষক সুমন বিশ্বাসের পাড়ায় পুলিশের 'হানা'। ব্যান্ডেলের বাড়ির আশেপাশে দেখা গিয়েছে পুলিশকে, অভিযোগ সুমন বিশ্বাসের ভাইয়ের। গতকাল রাতেই কলকাতায় রওনা দিয়েছেন চাকরিহারা শিক্ষক, দাবি পরিবারের। গত ১৮ অগাস্টও SSC অভিযানের ডাক দিয়েছিলেন চাকরিহারা শিক্ষকদের একাংশ। 'করুণাময়ী যাওয়ার পথে চাকরিহারা শিক্ষককে আটক করে মগরা থানায় নিয়ে যাওয়া হয়। বিকেলে সুমন বিশ্বাসকে ছেড়ে দেয় পুলিশ। ঘটনার পর চাকরিহারা শিক্ষকের বাড়িতে CC ক্যামেরা লাগানো হয়', সেই কারণেই পুলিশ এদিন বাড়িতে ঢোকেনি, মন্তব্য সুমন বিশ্বাসের ভাইয়ের।



















