Air India: 'তদন্ত চলছে, আমার বিশ্বাস সবটা সামনে আসবে',আমদাবাদ বিমান দুর্ঘটনা নিয়ে মন্তব্য সুকান্তর
ABP Ananda LIVE : এ যেন আকাশ থেকে নেমে এল মৃত্য়ু! ভরদুপুরে আমদাবাদের বিজে মেডিক্য়াল কলেজের হস্টেলের ওপর মুখ থুবড়ে পড়ল এয়ার ইন্ডিয়ার বিমান! ক্যান্টিনের দেওয়াল ফুঁড়ে ঢুকে যায় বিমানের একাংশ। অনেকেই সেই সময় খাবার খাচ্ছিলেন। তাদের বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। ফাইমা ডক্টরস অ্য়াসোসিয়েশনের চিফ প্য়াট্রন জানিয়েছেন, MBBS পড়ুয়াদের হস্টেল ও সুপার স্পেশালিটির চিকিৎসকদের রেসিডেন্সিয়াল ব্লক ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্তত ৫০ জন আহত হয়েছে। তাঁদের মধ্যে ৫ জন এত মারাত্মকভাবে জখম হয়েছেন যে তাঁদের চিহ্নিত করা যায়নি। আমদাবাদে সিভিল হাসপাতালে ভেঙে পড়েছে এয়ার ইন্ডিয়ার বিমান। আহত হয়েছেন অনেক চিকিৎসক। বেশ কিছু চিকিৎসকের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আমদাবাদের এই ভয়াবহ বিমান দুর্ঘটনায় এখনও পর্যন্ত একজনেরই বেঁচে থাকার খবর পাওয়া গিয়েছে।


















