Ananda Sakal III: রাজনীতি ঘিরে বেনজির সাংসারিক টানাপোড়েন, রাজীবের মান ভাঙাতে বৈঠক পার্থর
লোকসভা ভোটের আগে আদালতের নির্দেশে নিজের কেন্দ্রে ঢুকতে পারেননি সৌমিত্র খাঁ ((Saumitra Khan)। তাঁর হয়ে প্রচার-সহ যাবতীয় কাজকর্মের ভার নিজের কাঁধে তুলে নিয়েছিলেন স্ত্রী সুজাতা খাঁ (Sujata Mondal Khan)। সোমবার তিনি তৃণমূলে যোগ দিতেই, স্ত্রীকে বিবাহ বিচ্ছেদের নোটিস পাঠানোর কথা ঘোষণা করলেন সৌমিত্র খাঁ। তৃণমূল-বিজেপির মধ্যে দলবদল ঘিরে অনেক তরজাই দেখেছে রাজ্যবাসী। কিন্তু, এমন সাংসারিক টানাপোড়েন বেনজির! তবে মান-অভিমানে ভরা বিচ্ছেদের ঘোষণাতেও বারবার দু’জনের গলায় ফিরে এসেছে লোকসভা ভোটের সময়কার কথা। যখন বিষ্ণুপুর কেন্দ্রে কার্যত একা লড়ে স্বামীকে জিতিয়ে এনেছিলেন সুজাতা। অন্যদিকে মান ভাঙাতে ফের রাজীব বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করলেন পার্থ চট্টোপাধ্যায়। তবে আলোচনার বিষয়বস্তু নিয়ে মুখ খুললেন না কেউ। আগের দিন প্রশান্ত কিশোর থাকলেও, এদিনের বৈঠকে ছিলেন না তৃণমূলের ভোট স্ট্র্যাটেজিস্ট। রাজ্য রাজনীতিতে এখন আরেক প্রশ্ন, শুভেন্দুর মতোই তরুণ মুখ তথা হেভিওয়েটমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় কী করবেন? এই প্রশ্নের মধ্যেই সোমবার ফের বনমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন তৃণমূলের মহাসচিব।



















