Ananda Sakal (Seg 1): গঙ্গাসাগর-কমিটিতে শুভেন্দু, মানতে নারাজ রাজ্য সরকার
"রাজনীতিমুক্ত হোক গঙ্গাসাগর মেলা কমিটি।" বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) কমিটিতে রাখা নিয়ে আপত্তি তুলে হাইকোর্টে (Calcutta High Court) সওয়াল করল রাজ্য সরকার। কমিটিতে বিশেষজ্ঞদের রাখার দাবি তুলেছেন মূল মামলাকারীরা। তাঁদের আশঙ্কা, সুপারস্প্রেডার হবে গঙ্গাসাগর। এই পরিস্থিতিতে সোমবার রায়দান স্থগিত রাখে হাইকোর্ট।
করোনার বাড়বাড়ন্তের মধ্যেই গঙ্গাসাগর মেলায় (Gangasagar Mela) যোগ দিতে ভিনরাজ্য থেকে আসছেন পুণ্যার্থীরা। শিয়ালদা, আউট্রাম ঘাট ও বঙ্গবাসী ময়দানে পুণ্যার্থীদের কোভিড পরীক্ষা (Covid Test) ও ভ্যাকসিনেশনের (Vaccination) ব্যবস্থা করেছে প্রশাসন। কিন্তু সেখান থেকে উঠে আসছে অবাধ বিধিভঙ্গের ছবি। যা দেখে উদ্বেগ প্রকাশ করছেন চিকিৎসকরা।
দেশে ও রাজ্যে করোনা সংক্রমণ লাফিয়ে বাড়লেও অনেকেরই হুঁশ নেই। করোনা বিধি অমান্যের ছবি দেখা গেল পশ্চিম মেদিনীপুরের বেলদায়। আজ সকাল ৭টায় দেখা গেল, বাজারে অধিকাংশের মুখে মাস্ক নেই। দূরত্ববিধি শিকেয়। পুলিশ বা প্রশাসনের উপস্থিতি চোখে পড়েনি।