Ananda Sakal (Seg 2): হুগলি থেকে বিধাননগর, করোনা আবহে প্রচারে বিধিভঙ্গের ছবি সর্বত্র| Bangla News
করোনার তৃতীয় ঢেউ (Corona Third Wave) আছড়ে পড়তেই, আইসিইউ বেডের (ICU Bed) সঙ্কটের আশঙ্কা তৈরি হয়েছে। সরকারি থেকে বেসরকারি হাসপাতাল- অধিকাংশ জায়গায় প্রায় সব বেড ভর্তি। ক্রিটিক্যাল কেয়ারে উপচে পড়ছে ভিড়। চিকিৎসকদের সতর্কবাণী, করোনাকে কোনওভাবেই হালকাভাবে নেওয়া যাবে না।
করোনাকালে পুরভোটের (Municipal Election) প্রচারে বিধিভঙ্গ। গতকাল হুগলির চন্দননগরে রাজ্য নির্বাচন কমিশনের (State Election Commission) নির্দেশকে অমান্য করে ২৬ নম্বর ওয়ার্ডের প্রার্থীকে নিয়ে মিছিল করলেন পুরশুড়ার বিজেপি(BJP) বিধায়ক। বিধাননগরে আবার মাস্ক ছাড়াই জনসংযোগ সারলেন ৩৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল (TMC) প্রার্থী। যদিও এনিয়ে সাফাই দিয়েছে দু’পক্ষই।
২২ জানুয়ারু পুরভোট। এই পরিস্থিতিতে সংক্রমণ যখন তুঙ্গে, তখন ভোট প্রচারে কেউ বিধি মানছেন, কেউফ বিধি ভাঙছেন। বিধাননগর পুরসভার ৩৭ নম্বর ওয়ার্ডের তৃণমূলল প্রার্থীর বিরুদ্ধে কমিশনের নির্দেশ না মানার অভিযোগ উঠেছে।