Kashmir News: ওভারগ্রাউন্ড ওয়ার্কারদের খোঁজে হন্যে বাহিনী | উপত্যকাজুড়ে চিরুনি তল্লাশি
ABP Ananda LIVE: পহেলগাঁও গণহত্যার ১৩দিন, এখনও অধরা জঙ্গিরা । ওভারগ্রাউন্ড ওয়ার্কারদের খোঁজে হন্যে বাহিনী । উপত্যকাজুড়ে চিরুনি তল্লাশি, ড্রোনে নজরদারি । 'পহেলগাঁও হামলায় ওভারগ্রাউন্ড ওয়ার্কারদের কাজে লাগিয়েছিল জঙ্গিরা' । সন্দেহভাজনদের তালিকা তৈরি গোয়েন্দাদের, স্ক্যানারে কয়েকজন টাট্টু চালক । এখনও পর্যন্ত প্রায় ২ হাজার টাট্টু চালককে জিজ্ঞাসাবাদ । বেশ কয়েকজন টাট্টু চালকের বয়ানে অসঙ্গতি, খবর সূত্রের । কোন রাস্তা দিয়ে এসেছিল জঙ্গিরা? কোন পথে পালিয়েছিল? পহেলগাঁও কাণ্ডে একাধিক মিসিং লিঙ্কের খোঁজে তদন্তকারীরা
আরও খবর...
মুর্শিদাবাদে ওয়াকফ অশান্তি নিয়ে রাজ্যপালের রিপোর্ট। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে জমা পড়ল রাজ্যপালের রিপোর্ট। তাতে লেখা রয়েছে, 'মুর্শিদাবাদের ঘটনা পূর্বপরিকল্পিত, স্থানীয় প্রশাসনের ব্যর্থতা, ধর্মীয় পরিচয়ের ক্ষেত্রে রাজনৈতিক শোষণ'। রাজ্যের শাসন ব্যবস্থা ভেঙে পড়লে কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপের সুপারিশ করেছেন রাজ্যপাল। জানিয়েছেন, প্রশাসনিক ব্যর্থতা এ-ক্ষেত্রে তদন্ত করতে হবে। পাকাপাকিভাবে মুর্শিদাবাদ ও মালদায় কেন্দ্রীয় বাহিনী মোতায়ন ও নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন। শুধু তাই নয়, যদি পরিস্থিতি খারাপের দিকে যায় তাহলে ৩৫৬ লাগুর সুপারিশ করেছেন রাজ্যপাল। জানিয়েছেন, 'বাংলায় আন্তর্জাতিক সীমান্তে জঙ্গি কার্যকলাপ বড় চ্যালেঞ্জ।এখনও মুর্শিদাবাদে দাঙ্গা বিধ্বস্ত এলাকায় ভয়ের বাতাবরণ। মানুষের আস্থা ফেরাতে ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সংবিধান অনুযায়ী ব্যবস্থা নেওয়া হোক। সংবিধান অনুযায়ী বিষয়টি বিবেচনা করুক কেন্দ্র'।
সীমান্ত সংলগ্ন দাঙ্গা বিধ্বস্ত এলাকায় BSF পোস্টের সুপারিশ রাজ্যপালের।

















