Bangladesh Protest: বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা নিয়ে বৈঠকে কী সিদ্ধান্ত ?
ABP Ananda Live: বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা নিয়ে বৈঠক চলছে ঢাকার বঙ্গভবনে। রাষ্ট্রপতি ও তিন বাহিনীর প্রধানের সঙ্গে বৈঠকে আন্দোলনকারীদের প্রতিনিধি দল। বৈঠকে উপস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুল ও তানজিম উদ্দিন। জেল থেকে মুক্তি পেয়েছেন বিএনপি নেত্রী খালেদা জিয়া সেনা-শাসন চাইছেন না অভ্যুত্থানকারী ছাত্র-নাগরিকরা। অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে চাইছেন নোবেল জয়ী অর্থনীতিবিদ মহম্মদ ইউনুসকে। মহম্মদ ইউনুসও আন্দোলনকারী প্রস্তাবে সম্মতি দিয়েছেন ।
আরও খবর, দিল্লিতে আজ বাংলাদেশ নিয়ে সর্বদল বৈঠক। সকাল ১০টায় সংসদে অ্যানেক্স ভবনে এই বৈঠক ডাকা হয়েছে। বৈঠকে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও বিদেশমন্ত্রী। গোটা পরিস্থিতি ব্যাখ্যা করবেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। বাংলাদেশ ছেড়ে ভারতে এসে গাজিয়াবাদের সেফ হাউসে শেখ হাসিনা। জরুরি বৈঠকে অমিত শাহ-অজিত দোভাল। বাংলাদেশ ইস্যুতে বড় সিদ্ধান্ত নিতে পারে ভারত? মালদার ইংরেজবাজারের মহদিপুর সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে। গতকালের পর আজও বন্ধ আমদানি-রফতানি। তবে ওপার থেকে এপারে আসছেন বাংলাদেশি নাগরিকরা। মহদিপুর সীমান্ত এলাকাজুড়ে কড়া নজরদারি চালাচ্ছে BSF। এখনও প্রায় চল্লিশ জন ট্রাক চালক বাংলাদেশে আটকে রয়েছেন। তাঁদের দ্রুত ফেরানোর ব্যবস্থা করা হচ্ছে।