Bangladesh Unrest:'বাংলাদেশে মুসলমান,হিন্দু,খ্রিস্টান, বৌদ্ধ,কেউ সংখ্যালঘু নন',মন্তব্য খালেদা-পুত্রর
ABP Ananda Live: হাসিনা-জমানা শেষ হতেই বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে জেল থেকে মুক্তির নির্দেশ দেন সে-দেশের রাষ্ট্রপতি। সেই অনুসারে বুধবার মুক্তি পান খালেদা। অন্যদিকে এদিনই বাংলাদেশে সভা করে বিএনপি। ফিরছেন খালেদা পুত্র তারিক রহমনও। তিনি এক ভিডিও বার্তায় বাংলাদেশের মানুষকে হিংসা থেকে দূরে থাকার পরামর্শ দেন। তিনি বলেন, ভোট ছাড়াই ক্ষমতায় টিকে থাকার জন্য গত ১৫ বছর ধরে বহু খুন, গুম ও অত্যাচার করেছেন শেখ হাসিনা। মিথ্যে মামলা দিয়ে লক্ষ লক্ষ মানুষকে করেছে ঘরছাড়া। রাজনৈতিক মামলা দিয়ে বহু মানুষকে কারাগারে আটকে রাখা হয়েছে। 'খুনী' হাসিনার অত্যাচারে, নিপীড়নে দেশের গণতন্ত্রকামী মানুষ ক্ষুব্ধ।
তারিক বাংলাদেশের মানুষকে উদ্দেশ্য করে বলেন, বিজয়ীর কাছে পরাজিতরা নিরাপদে থাকলে বিজয়ের আনন্দ মহিমান্বিত হয়। তিনি খবর পেয়েছেন, দেশের কোনও কোনও জায়গায় অনাকাঙ্খিত ঘটনা ঘটেছে। তাই তিনি সকলকে অনুরোধ করেন, 'ধর্মীয় বা রাজনৈতিক কারণে কোনও ব্যক্তি বা ধর্মের প্রতি প্রতিশোধ বা প্রতিহিংসা পরায়ণ হবেন না। সংখ্যালঘু জনগোষ্ঠী যেন কোনওভাবেই হেনস্থার শিকার না হয়, সেটি নিশ্চিত করা আপনার - আমার সবার দায়িত্ব। কোনও ধর্মীয় উপাসনালয়ে ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটাবেন না...কাউকে সংখ্যালঘু হিসেবে বিবেচনা করার প্রয়োজন নেই। বাংলাদেশে মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, বিশ্বাসী বা অবিশ্বাসী, কেউ সংখ্যালঘু নন। আমাদের একটাই পরিচয়, আমরা বাংলাদেশী '