এক্সপ্লোর
Advertisement
শাহিনবাগ-পার্কসার্কাসের ধাঁচে প্রতিবাদ সভা এবার উত্তর জিনাজপুরের চাকুলিয়ায়
দিল্লির শাহিনবাগ পথ দেখিয়েছে। সেই পথে হেঁটেছে পার্কসার্কাস থেকে পুনে। মুম্বই থেকে এলাহাবাদ। সিএএ-এনপিআর-এনআরসি-র বিরুদ্ধে এবার একই ধাঁচে প্রতিবাদ উত্তর দিনাজপুরের চাকুলিয়ায়। কানকি বাসস্ট্যান্ডে ধর্না-অবস্থান। শাহিনবাগ আন্দোলনের উদ্যোক্তাদের বক্তব্য, তাঁদের কর্মসূচির সঙ্গে কোনও রাজনৈতিক যোগ নেই।
পার্ক সার্কাসের আন্দোলনও অরাজনৈতিক বলেই দাবি করা হচ্ছে। চাকুলিয়ার প্রতিবাদ সভার নেতৃত্বে স্থানীয় ফরওয়ার্ড ব্লক বিধায়ক আলি ইমরান রমজ। যদিও তাঁর দাবি, সিএএ-বিরোধী এই আন্দোলনে কোনও রাজনীতির রং নেই। সিএএ বিরোধিতায় সরব তৃণমূল। সরব বামেরাও। অথচ চাকুলিয়ায় এই সিএএ-বিরোধী কর্মসূচিকে কটাক্ষ করেছে তৃণমূল।
সিএএ-বিরোধী নাগরিক আন্দোলনে আলাদা উষ্ণতা ছড়িয়েছে দিল্লির শাহিনবাগ। হাতে জাতীয় পতাকা, দেশের সংবিধান। আর গলায় জনগণমন....। এভাবেই প্রতিবাদে সরব হয়েছে শাহিনবাগ। বুধবার ৩৯ দিনে পড়েছে এই আন্দোলন। পার্কসার্কাস আন্দোলনেরও ১৬ দিন অতিক্রান্ত। তবে, চাকুলিয়ার অবস্থানের উদ্যোক্তারা জানিয়েছেন, তাঁদের প্রতিবাদ কর্মসূচি চলবে ২২ তারিখ পর্যন্ত।
পার্ক সার্কাসের আন্দোলনও অরাজনৈতিক বলেই দাবি করা হচ্ছে। চাকুলিয়ার প্রতিবাদ সভার নেতৃত্বে স্থানীয় ফরওয়ার্ড ব্লক বিধায়ক আলি ইমরান রমজ। যদিও তাঁর দাবি, সিএএ-বিরোধী এই আন্দোলনে কোনও রাজনীতির রং নেই। সিএএ বিরোধিতায় সরব তৃণমূল। সরব বামেরাও। অথচ চাকুলিয়ায় এই সিএএ-বিরোধী কর্মসূচিকে কটাক্ষ করেছে তৃণমূল।
সিএএ-বিরোধী নাগরিক আন্দোলনে আলাদা উষ্ণতা ছড়িয়েছে দিল্লির শাহিনবাগ। হাতে জাতীয় পতাকা, দেশের সংবিধান। আর গলায় জনগণমন....। এভাবেই প্রতিবাদে সরব হয়েছে শাহিনবাগ। বুধবার ৩৯ দিনে পড়েছে এই আন্দোলন। পার্কসার্কাস আন্দোলনেরও ১৬ দিন অতিক্রান্ত। তবে, চাকুলিয়ার অবস্থানের উদ্যোক্তারা জানিয়েছেন, তাঁদের প্রতিবাদ কর্মসূচি চলবে ২২ তারিখ পর্যন্ত।
বাংলা
চিন্তা বাড়াচ্ছে ডেঙ্গি, নতুন করে ডেঙ্গিতে আক্রান্ত প্রায় ৪০০০ জন
আরও দেখুন
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
জেলার
Advertisement
Advertisement
ট্রেন্ডিং
Advertisement