Bengal Covid Updates: ১৪১ জনকে দেওয়া হল ভ্যাকসিন, সার্টিফিকেট ১৭১ জনের, চরম বিভ্রাট উল্টোডাঙ্গায়
সুপার স্প্রেডারদের জন্য কোভিড টিকাকরণের (Covid Vaccination) ব্যবস্থা করেছিল কলকাতা (Kolkata) পুরসভা। সেই অনুযায়ী উল্টোডাঙ্গার একটি কমিউনিটি সেন্টারে পুরুভার তরফে চলছিল টিকাকরণ শিবির। সেই সেন্টারে কোভিড টিকা দেওয়া হয় ১৪১ জনকে। অথচ সার্টিফিকেট এসেছে ১৭১ জনের। এই বিষয়ে স্থানীয় পুর-কোঅরডিনেটর অনিন্দ্য রাউত বলেন, ‘এই বিষয় নজরে আসার সঙ্গে সঙ্গেই আমরা হেড অফিসে জানিয়েছি। পরবর্তীকালে সিস্টেমে দেখা যাচ্ছে কোন টেকনিক্যাল অময়ার জন্যই এই বিভ্রান্তি ঘটেছে। যারা ভ্যাকসিন নিয়েছেন তাঁদের খোঁজ করা হচ্ছে। তাঁদের সঙ্গে কথা বলে বিষয়টি স্পষ্ট করার কাজ চলছে। আমাদের রেজিস্টারে যে ১৪১ জনের নাম আছে, তাঁরা ছাড়া বাকিদের নাম বাদ দিয়ে তাঁদের সঙ্গে আমরা যোগাযোগ করছি। যারা ভ্যাকসিন নিয়েছেন তাঁরা সার্টিফিকেট ঠিকই পাবেন।’ অন্যদিকে, একটি ভ্যাকসিন নিয়ে জোড়া সার্টিফিকেট পেলেন এক ব্যক্তি। এক বেসরকারি হাসপাতালে ভ্যাকসিন নিতে গিয়ে চরম বিভ্রাটে বরানগরের বাসিন্দা। দ্বিতীয় ডোজ নিতে গিয়ে কোন সার্টিফিকেট দেখাবেন, সেই নিয়ে সমস্যায় পড়েছেন তিনি।