JMB Militant Arrest: সুভাষগ্রাম থেকে গ্রেফতার JMB জঙ্গি, উদ্ধার জাল ভোটার, আধার কার্ড | Bangla News
দীপাবলির আগে রাজ্যে এনআইএ-র (NIA) হাতে গ্রেফতার জেএমবি (JMB) জঙ্গি। ধৃত আব্দুল মান্নান বাংলাদেশের বাসিন্দা। গতকাল দক্ষিণ ২৪ পরগনার সুভাষগ্রাম থেকে ওই জঙ্গিকে গ্রেফতার করা হয়। এনআইএ সূত্রে খবর, ধৃতের কাছ থেকে মিলেছে জাল ভোটার ও আধার কার্ড। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, কয়েকবছর আগে বাংলাদেশ থেকে ভারতে আসে ওই JMB জঙ্গি। বেশ কয়েকজনকে সে জাল পরিচয়পত্র তৈরি করে দেয়। বাংলাদেশের JMB জঙ্গিদের সঙ্গে সরাসরি যোগ ছিল ধৃতের। চলতি বছরের জুলাইয়ের গোড়ায়, হরিদেবপুর থেকে চার JMB জঙ্গিকে গ্রেফতার করে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (STF)। পরে এর তদন্তভার হাতে নেয় NIA। গতকাল তিনজনকে হেফাজতে নেয় তারা। ধৃতদের জেরা করেই সুভাষগ্রামে সন্ধান মেলে JMB জঙ্গির।
![Asansol News: দিল্লির ঘটনার পরেও নড়েনি টনক, আসানসোলে পদপিষ্ট হওয়ার পরিস্থিতি](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/16/1bf554f6839310e1932d977cce8c35bb1739717829727967_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)